Home / ফিচারড / মুসলিমদের আইডি বন্ধ করে ফেসবুক থেকে তাড়ানোর গভীর চক্রান্ত !

মুসলিমদের আইডি বন্ধ করে ফেসবুক থেকে তাড়ানোর গভীর চক্রান্ত !

ইসলামের বিরুদ্ধে শুরু হয়েছে নতুন ষড়যন্ত্র। ভার্চুয়াল জগত থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে উঠেপড়ে লেগেছে ফেইসবুক কতৃপক্ষ।

গতকাল থেকে বাংলাদেশে এ পর্যন্ত ৭০ লক্ষ ফেইসবুক আইডি বন্ধ হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে‚ বাদ হওয়া আইডি গুলোর প্রফাইলে Religion ইনফোতে অন্তর্ভুক্ত ছিলো ইসলাম ধর্মের নাম।

কিন্তু এ পর্যন্ত অন্যান্য ধর্মাবলম্বীদের কোন ফেইসবুক আইডি বন্ধ বা বাদ হওয়ার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে মাওলানা আজাদের আজাদের সাথে কথা বলা হলে তিনি বলেন – ঘটনা সত্য ! আমি আগেই এটা বুঝতে পেরে আমার ফেইসবুক আইডির Religion ইনফোতে only me করে বৌদ্ধ ধর্ম লাগিয়ে রেখেছি। চৈনিক দেশের ধর্ম। আমাদের ফেইসবুক মালকিন পিছলা চ্যাং এর ধর্ম। আশা করি আমার আইডির কিছুই হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

[X]